The sections below, will teach you what it means to be a follower (disciple) of Jesus
রেজিস্টার
ঈশ্বর সাধারণ মানুষদের ব্যবহার করেন
আপনি দেখতে পাবেন সাধারণ মানুষ যারা সাধারণ কাজ করে তাদের ঈশ্বর কেমনভাবে ব্যবহার করে বড় প্রভাব ফেলেন।
শিষ্য এবং মণ্ডলীর সাধারণ সংজ্ঞা
একজন শিষ্য হওয়া, একজন শিষ্য তৈরি করা এবং মণ্ডলী কী তার সারমর্ম আবিষ্কার করুন।
দর্শন প্রকাশ করা হল সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ
কেবলমাত্র যীশুর একজন অনুগামী নয় কিন্তু সমগ্র আত্মিক পরিবার সমূহ যারা প্রজন্মের পর প্রজন্ম যেন শিষ্য বৃদ্ধি করতে পারে তার এক সাধারণ পদ্ধতি শিখুন।
উপভোক্তা বনাম উৎপাদকের জীবনধারা
আপনি আবিষ্কার করবেন চারটি প্রধান উপায় যায় দ্বারা ঈশ্বর প্রতিদিনের অনুগামীদের আরও যীশুর মতন করেন।
আধ্যাত্মিক শ্বাসপ্রশ্বাস ঈশ্বরকে শ্রবণ করা এবং তাঁর বাধ্য হওয়া
একজন শিষ্য হওয়া মানে আমরা ঈশ্বরের কাছ থেকে শুনি এবং আমরা ঈশ্বরের বাধ্য হই।
এক ঘণ্টা প্রার্থনায় কীভাবে সময় কাটাতে হবে
এক ঘন্টা প্রার্থনায় কাটানো কত সহজ তা দেখুন।
বি এল ই এস এস প্রার্থনার প্যাটার্ন
অন্যের জন্য প্রার্থনা করার উপায়গুলি মনে করিয়ে দেওয়ার জন্য একটি সাধারণ স্মৃতিচক্র অনুশীলন করুন।
এস ও এ পি এস বাইবেল পাঠ
দৈনিক বাইবেল অধ্যয়নের একটি উপায় যা আপনাকে ঈশ্বরের বাক্য বুঝতে, বাধ্য করতে এবং অন্যকে বলতে সহায়তা করে।
বিশ্বস্ততা জ্ঞানের চেয়ে উত্তম
শিষ্যরা কী জানে তা গুরুত্বপূর্ণ - কিন্তু আরও গুরুত্বপূর্ণ হল তারা যা জানে তা দিয়ে তারা কী করে।
৩/৩ দলের সভার প্যাটার্ন
এক ৩/৩-এর দল হল একটি পদ্ধতি যেখানে যীশুর অনুগামীরা একসঙ্গে মিলিত হয়, প্রার্থনা করে, শেখে, বৃদ্ধি পায়, সহভাগিতা করে এবং তারা যা কিছু শিখেছে তার বাধ্য হওয়া ও অন্যকে বলা। এই পদ্ধতিতে, ৩/৩-এর দল কেবল একটি ছোট দল নয় কিন্তু এক সাধারণ মণ্ডলী।
বাধ্যবাধকতা পালনের দায়িত্বের দল
একটি পদ্ধতি যা একই লিঙ্গের দুই অথবা তিন জনের জন্য প্রযোজ্য যারা প্রতি সপ্তাহে মিলিত হবে এবং একে অপরকে উৎসাহ দেবে সেই সকল ক্ষেত্রে যেগুলি ভালোভাবে চলছে ও যেগুলিতে সংশোধনের প্রয়োজন আছে সেগুলি প্রকাশ করবে।
সর্বদা দুইটি মণ্ডলীর অংশ
গিয়ে এবং স্থির থেকে যীশুর আজ্ঞা পালন করতে শিখুন।
প্রভুর ভোজ এবং কীভাবে এটির নেতৃত্ব দিতে হবে
It's a simple way to celebrate our intimate connection and ongoing relationship with Jesus. Learn a simple way to celebrate.
বাপ্তিষ্ম এবং এটি কেমন করে করতে হবে
যীশু বলেছেন, "তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো; পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজ করো ..।" কীভাবে এটি প্রয়োগ করা যায় তা শিখুন।
The Spiritual Economy
ঈশ্বরের অর্থনীতি জগতের থেকে কত আলাদা তা শিখুন। যাদের ইতিমধ্যে যা দেওয়া হয়েছে তাতে যারা বিশ্বস্ত ঈশ্বর তাদের মধ্যে আরও বেশি বিনিয়োগ করেন।
Eyes to See Where the Kingdom Isn’t
ঈশ্বরের রাজত্ব কোথায় নেই তা দেখতে শুরু করুন। সাধারণত এগুলিই সেই জায়গা যেখানে ঈশ্বর সব চেয়ে বেশি কাজ করতে চান।
তখন যীশু তাদের কাছে এলেন এবং বললেন, "স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো; পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজিত করো; আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি, সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দাও। আর দেখ, আমিই যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি।" (মথি ২৮:১৮-২০ )
হাঁসের বাচ্চার শিষ্যত্ব - তাৎক্ষণিক নেতৃত্ব
শিষ্য তৈরির ক্ষেত্রে হাঁসের বাচ্চার সঙ্গে কী সম্পর্ক তা শিখুন
শিষ্যদের পরিপক্ক করার প্রশিক্ষণ চক্র
প্রশিক্ষণ চক্রটি শিখুন এবং শিষ্য তৈরির ক্ষেত্রে এটি কীভাবে প্রযোজ্য তা বিবেচনা করুন।
অ-অনুক্রমিক বৃদ্ধি আশা করুন
দেখুন শিষ্য তৈরি একই রকম হতে হবে না। একই সময় একাধিক বিষয় ঘটতে পারে।
সংখ্যাবৃদ্ধির বিষয়গুলির গতি
বৃদ্ধি গুরুত্বপূর্ণ এবং দ্রুততার সঙ্গে বৃদ্ধি আরও গুরুত্বপূর্ণ। গতিকে কেন গুরুত্ব দেওয়া হয় তা দেখুন।
সম্বন্ধযুক্ত ধনাধ্যক্ষতা - ১০০ জনের তালিকা
আপনার সম্পর্কের ক্ষেত্রে একজন ভালো কার্যকারী হতে আপনাকে সাহায্য করার জন্য এই পদ্ধতি পরিকল্পিত হয়েছে।
সুসমাচার এবং এটি কেমন করে অন্যকে বলতে হবে
মানব সৃষ্টি থেকে এই যুগের শেষ পর্যন্ত ঈশ্বরের সুসমাচার অন্যকে বলার একটি উপায় শিখুন।
আপনার ৩ মিনিটের সাক্ষ্য প্রস্তুত করুন
যীশু কীভাবে আপনার জীবন প্রভাবিত করেছেন সেই বিষয় অন্যদের কেমন করে তিন মিনিট সাক্ষ্যের মাধ্যমে বলবেন তা শিখুন।
একজন শান্তির ব্যক্তি এবং কীভাবে তার সন্ধান করতে হবে
শান্তির ব্যক্তি কে হতে পারে এবং কেমন করে জানবেন তাকে যখন খুঁজে পাবেন সেই বিষয় শিখুন।
প্রার্থনা করতে করতে হাঁটা এবং এটি কেমন করে করতে হবে
It's a simple way to obey God’s command to pray for others. And it's just what it sounds like — praying to God while walking around!
সহকর্মী পরামর্শদাতার দল
এই এমন একটি দল যা সেই সকল মানুষ দ্বারা গঠিত যারা ৩/৩-এর দল শুরু করে এবং নেতৃত্ব দেয়। এমনকি এটি ৩/৩-এর ফরম্যাট অনুসরণ করে এবং আপনার অঞ্চলে ঈশ্বরের কাজের আধ্যাত্মিক স্বাস্থ্যের মূল্যায়ন করার একটি শক্তিশালী উপায়।
প্রশিক্ষণের চেকলিস্ট
যখন শিষ্য তৈরি এবং তা বৃদ্ধির বিষয় আসে তখন আপনার শক্তি এবং দুর্বলতাগুলি দ্রুত মূল্যায়ন করার জন্য একটি শক্তিশালী পদ্ধতি ব্যবহার করতে পারেন।
নেতৃত্বের দল
নেতৃত্বের দল এমন একটি উপায় যার দ্বারা নেতৃত্বের জন্য আহ্বান করা হয় যেন সেবার অনুশীলনের মাধ্যমে নেতৃত্ব বিকাশ করতে পারে।
নেটওয়ার্ক-এ নেতৃত্ব
শিখুন কেমন করে বৃদ্ধিপ্রাপ্ত মণ্ডলী সংযুক্ত থাকে এবং একটি বর্ধিত পরিবার হিসাবে একসঙ্গে জীবনযাপন করে।